Friday, October 12, 2018

সোভিয়েতস্কি কৌতুকভ : ১৯১৭ - ১৯৯১

Bengali translation by Masud Mahmud of Soviet jokes broadcasted in radios during 1917 to 1991. Intellectual in the sense that its full of double meanings. The author tried to keep the taste as much intact as possible even providing background of some the jokes for better understanding of the context. A few ones below from the question answers radio show of Armenia radio, Yerevan.


প্রশ্ন: হিটলার আত্মহত্যা করেছেন কেনো?
উত্তর: গ্যাস এর বিল দেখে।

প্রশ্ন: সোভিয়েত স্টাইল এ নির্বাচন শুরু হয় কোবে থেকে?
উত্তর: যেদিন ঈশ্বর ইভ কে সৃষ্টি করে আদম কে বলেন, স্ত্রী বেছে নাও।

প্রশ্ন: কুৎসিত কিন্ত বিশ্বস্ত স্ত্রী আর সুন্দরী কিন্তঅবিশ্বস্ত স্ত্রী - কোনটি ভালো?
উত্তর: একা একা বিস্ঠা খাবার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো।

প্রশ্ন: পাঊনড, ডলার আর রুবলের অন্তর্জ়াতিক বিনিময় হার কতো?
উত্তর: এক পাঊনড রুবলের দাম এক ডলার।

প্রশ্ন: কোনো মেয়ে কী কোনো পুরুষ কে লাখপতি বানাতে পারে?
উত্তর: পারে| যদি পুরুষটি হয় কোটি পতি।

প্রশ্ন: ১৯৬৪ সাল কেমন যাবে?
উত্তর: মাঝারি রকম। ১৯৬৩ সালের চেয়ে খারাপ কিন্ত ১৯৬৫ সালের চেয়ে ভালো।

Sunday, June 3, 2018

The Doctor Is Coming


পরীক্ষায় নোয়াখালির ছেলে

নোয়াখালির এক ছেলে পরীক্ষায় অনেক
বিষয়ে ফেল করেছে। বাবা ছেলেকে
জিজ্ঞাসা করছে -
.
বাবা : তুই কিসে কিসে হেল কইচ্চস?
.
ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিটি
( পিটি-শরীরচর্চা)য় হেল কইচ্চি।
.
বাবা : ইংরেজিতে হেল কইচ্চস কিল্লাই?
.
ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর-
তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়।
আঁই কইছি, আঁর মা কি খারাপনি যে করিম
মিয়ার লগে ঘুরতে যাইব?
.
বাবা : ইতিহাসে হেল কইচ্চস কিল্লাই ?
.
ছেলে : টিচার আঁরে জিগায়, পানি পথের
যুদ্ধ কেন হয়েছিল ? আঁই কইছি, স্থল পথে
সুবিধা কইরতে হারে নাই ইয়াল্লাই হানি
পথে যুদ্ধ কইচ্চে।
.
বাবা : হিডিতে হেল কইচ্চস কিল্লাই।
হিডিতেতো আত পাও লারি চারি দিলেই
ফাশ করন যায়।
ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই
তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই তুইলচি।
হেরপর কয় বাম পা তোল, আঁই তুইলচি হেরপর
কয় ডাইন পা তোল, আঁই কইছি চাইর আত পাও
তুলি আই কি বাতাসের উপরে
খাড়াইতামনি?
.
বাবা : হুনলাম অংক আর বাঙলায়ও হেল
কইচ্চস। অংকে হেল কচ্চস কিল্লাই?
.
ছেলে - অসৎ ব্যবসার প্রশ্ন কইচ্চে দেহি আই
উত্তর দেই নো। প্রশ্ন কইচ্চে ২০ টাকা
সেরে ১০ সের দুধ কিনে ৩ সের পানি
মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি
করলে কত লাভ হবে। আঁর বাপ দাদা
চোদ্দপুরুষ কোনদিন এই ব্যবসা কইচ্চেনি?
আইয়ো কইত্তামনা কোনদিন। হেরলাই
উত্তর দেই নো।
.
বাপের প্রশ্ন, ঠিক আছে, বাংলায় হেল
কল্লিকা?
.
ছেলে - ডাক্তারি প্রশ্ন কইচ্চে আই কেমনে
হারুম। প্রশ্ন কইচ্চে, লিঙ্গ ফরিবর্তন কর।
আন্নে হারবেন নি? এডা কি কোন জামা-
কাফড় নি যে ফরিবর্তন করি ফালামু।

কাঠগড়ায় সুমিত