Friday, August 28, 2020

Startup CEO Looking for a CTO

 CEO of a Bay Area Startup company is interviewing candidates for CTO position.


CEO: How many startups go IPO out of every 10?
Candidate 1: Only 1 out of 10.
CEO: You are right. Next candidate please.

CEO: How many startups go IPO out of every 10?
Candidate 2: Only 3 out of 10.
CEO: You are right. Next candidate please.

CEO: How many startups go IPO out of every 10?
Candidate 3: How many do you need, Sir?
CEO: Excellent! Welcome to the team.

পুলিশের চাকরীর ইন্টারভিউ আর গীতাঞ্জলি

পুলিশের চাকরীর ইন্টারভিউ নিচ্ছেন থানার ওসি সাহেব। ইন্টারভিউয়ের মাঝখানে বড়  সাহেবের ফোন এসেছে শুনে ওসি সাহেব তড়িঘড়ি করে সাব-ইন্সপেক্টর কে ডেকে বললেন, তুমি এইখানটা দেখো। জিজ্ঞেস করো গীতাঞ্জলি কে লিখেছে। আমি পাঁচ মিনিটেরমধ্যে চলে আসবো স্যারের ফোনটা ধরে। সাব-ইন্সপেক্টর বলল,  আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দেখছি।

পাঁচ মিনিট পরে ওসি সাহেব এসে দেখেন রুমে তুলকালাম কান্ড। চাকরি-প্রার্থী মেঝেতে শোয়া, জামা কাপড় ছেড়া, মুখে মারের দাগ। 

ওসি সাহেবকে ঢুকতে দেখেই সাব-ইন্সপেক্টর বলে উঠলো, বাঙালি কবে শিখবে স্যার? ভালো করে জিজ্ঞেস করলাম, কিছুতেই স্বীকার করে না। কোন এক ঠাকুরের নাম বলে পার পেয়ে যেতে চাইছিলো। একটু ডলা দিতেই স্বীকার করল শুধু এই হামজাদাই লেখে নাই, ওর ভাই ও ছিল সঙ্গে! 


রাজা আর মন্ত্রী

রাজা ইন্টারভিউ নিচ্ছে মন্ত্রী পদের জন্য।


রাজা প্রথম প্রার্থীকে: ২ আর ২ যোগ করলে কত হয়?

প্রার্থী : ৪ হয়।

রাজা : ঠিক আছে তুমি যাও।


রাজা দ্বিতীয় প্রার্থীকে: ২ আর ২ যোগ করলে কত হয়?

প্রার্থী : ৪ হয় হুজুর।

রাজা : ঠিক আছে তুমি যাও।


রাজা তৃতীয় প্রার্থীকে: ২ আর ২ যোগ করলে কত হয়?

প্রার্থী : আপনার কত লাগবে জনাব?

রাজা : তুমি আমার মন্ত্রী!

কাঠগড়ায় সুমিত