Friday, August 28, 2020

পুলিশের চাকরীর ইন্টারভিউ আর গীতাঞ্জলি

পুলিশের চাকরীর ইন্টারভিউ নিচ্ছেন থানার ওসি সাহেব। ইন্টারভিউয়ের মাঝখানে বড়  সাহেবের ফোন এসেছে শুনে ওসি সাহেব তড়িঘড়ি করে সাব-ইন্সপেক্টর কে ডেকে বললেন, তুমি এইখানটা দেখো। জিজ্ঞেস করো গীতাঞ্জলি কে লিখেছে। আমি পাঁচ মিনিটেরমধ্যে চলে আসবো স্যারের ফোনটা ধরে। সাব-ইন্সপেক্টর বলল,  আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দেখছি।

পাঁচ মিনিট পরে ওসি সাহেব এসে দেখেন রুমে তুলকালাম কান্ড। চাকরি-প্রার্থী মেঝেতে শোয়া, জামা কাপড় ছেড়া, মুখে মারের দাগ। 

ওসি সাহেবকে ঢুকতে দেখেই সাব-ইন্সপেক্টর বলে উঠলো, বাঙালি কবে শিখবে স্যার? ভালো করে জিজ্ঞেস করলাম, কিছুতেই স্বীকার করে না। কোন এক ঠাকুরের নাম বলে পার পেয়ে যেতে চাইছিলো। একটু ডলা দিতেই স্বীকার করল শুধু এই হামজাদাই লেখে নাই, ওর ভাই ও ছিল সঙ্গে! 


No comments:

কাঠগড়ায় সুমিত