Sunday, June 3, 2018

The Doctor Is Coming


পরীক্ষায় নোয়াখালির ছেলে

নোয়াখালির এক ছেলে পরীক্ষায় অনেক
বিষয়ে ফেল করেছে। বাবা ছেলেকে
জিজ্ঞাসা করছে -
.
বাবা : তুই কিসে কিসে হেল কইচ্চস?
.
ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিটি
( পিটি-শরীরচর্চা)য় হেল কইচ্চি।
.
বাবা : ইংরেজিতে হেল কইচ্চস কিল্লাই?
.
ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর-
তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়।
আঁই কইছি, আঁর মা কি খারাপনি যে করিম
মিয়ার লগে ঘুরতে যাইব?
.
বাবা : ইতিহাসে হেল কইচ্চস কিল্লাই ?
.
ছেলে : টিচার আঁরে জিগায়, পানি পথের
যুদ্ধ কেন হয়েছিল ? আঁই কইছি, স্থল পথে
সুবিধা কইরতে হারে নাই ইয়াল্লাই হানি
পথে যুদ্ধ কইচ্চে।
.
বাবা : হিডিতে হেল কইচ্চস কিল্লাই।
হিডিতেতো আত পাও লারি চারি দিলেই
ফাশ করন যায়।
ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই
তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই তুইলচি।
হেরপর কয় বাম পা তোল, আঁই তুইলচি হেরপর
কয় ডাইন পা তোল, আঁই কইছি চাইর আত পাও
তুলি আই কি বাতাসের উপরে
খাড়াইতামনি?
.
বাবা : হুনলাম অংক আর বাঙলায়ও হেল
কইচ্চস। অংকে হেল কচ্চস কিল্লাই?
.
ছেলে - অসৎ ব্যবসার প্রশ্ন কইচ্চে দেহি আই
উত্তর দেই নো। প্রশ্ন কইচ্চে ২০ টাকা
সেরে ১০ সের দুধ কিনে ৩ সের পানি
মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি
করলে কত লাভ হবে। আঁর বাপ দাদা
চোদ্দপুরুষ কোনদিন এই ব্যবসা কইচ্চেনি?
আইয়ো কইত্তামনা কোনদিন। হেরলাই
উত্তর দেই নো।
.
বাপের প্রশ্ন, ঠিক আছে, বাংলায় হেল
কল্লিকা?
.
ছেলে - ডাক্তারি প্রশ্ন কইচ্চে আই কেমনে
হারুম। প্রশ্ন কইচ্চে, লিঙ্গ ফরিবর্তন কর।
আন্নে হারবেন নি? এডা কি কোন জামা-
কাফড় নি যে ফরিবর্তন করি ফালামু।

Monday, May 1, 2017

School Audit

ঢাকা থেকে ইন্সপেক্টার এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে.... অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন
পরিদর্শক: - আমাদের দেশের রাষ্ট্রপতি কে..?
ছাত্র: শেখ হাসিনা, স্যার
পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে?
ছাত্র: ফেসিডেন্ট, খালেদা জিয়া চার
পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমনে? আমি তোমার নাম কেটে দিবো
ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আফনি কাটবেন কি??
পরিদর্শক: তার মানে?
ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টিয়া দিমু, তুই ক্লাসে বইবি
পরিদর্শক (খুব রেগে): ছি: মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো
ক্লাস শিক্ষক: কাকে ভয় দেখান, আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেঠা অাইবো, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইয়া থাকবি
পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার?
প্রধান শিক্ষক: জ্বী, কোন সমস্যা??
পরিদর্শক: আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান।।
প্রধান শিক্ষক: দেখুন আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি বেচা-কেনার দালালি করেন, কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন, আমারে কইলো ইন্সপেক্টার আইলে তার হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা দিয়া দিস .....
পরিদর্শক: এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন, আসলে আমার মামা ইন্সপেক্টার, ঠিকাদারির কাজ করেন, টেন্ডার সাবমিট করতে সিটি কর্পোরেশনে গেছেন, আমাকে বললো তুই আমার হয়ে পরিদর্শন করে আয়.

কাঠগড়ায় সুমিত